
NURUL HOQ HIGH SCHOOL
EIIN-112485
News:
১।প্রত্যাহিক সমাবেশ।
২। স্কাউটিং (গার্লস গাইড ও স্কাউট)
৩। ইনডোর গেম ( কেরাম, টেবিল টেনিস,দাবা)
৪। আউটডোর গেম ( ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, ক্রীকেট, ভলিবল)
এছাড়া প্রতিবছর এ্যাথলেথ্রিক এ জেলা পর্যায়,উপ-অঞ্চল,অঞ্চল ও জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে থাকি।
২০২২ইং সাঁতার (বালক বড়, বালক মধ্যম) অঞ্চল পর্যায়ে তৃতীয় স্থান অর্জন।
২০২৩ইং দীর্ঘলাফ (বালক মধ্যম) অঞ্চল পর্যায়ে তৃতীয় স্থান অর্জন ।